মৌলভীবাজার প্রতিনিধি\ তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১০মে) শুক্রবার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফুটবল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা উক্ত ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার কর্তৃক পুরস্কার ও ট্রফি বিতরন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আহমদ এর সভাপতিত্বে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স›দ্বীপ তালুকদার। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারীসহ শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন