১৫৩ জন রোহিঙ্গা জন্মনিবন্ধন নিয়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মৌলভীবাজার প্রতিনিধি \

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউপির চেয়ারম্যান নকুল চন্দ্র দাশকে ১৫৩জন রোহিঙ্গাকে অসত উদ্দেশে অবৈধভাবে জন্মনিবন্ধন করার কারন দেখিয়ে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ২৪ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ,কে,এম আনিছুজ্জামান স্বাক্ষরিত প্রঞ্জাপনে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস কে বরখাস্তের এ আদেশ দেওয়া হয়। তবে এ ব্যাপারে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি শুনেছেন তবে বিস্তারিত কিছু বলেননি। ফতেপুর ইউপি ও রাজনগর উপজেলার নির্বাহী অফিসারের কায্যালয় সুত্র জানায় গত ১৮ সেপ্টেম্ভও শরিয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসিয়া বিবি (২৭) নামে এক রোহিঙ্গা নারী আটক হন। তার আইডি কার্ড না থাকায় জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে যান তিনি। আসিয়া আক্তার যে নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে গিয়েছিলেন সেটি রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন থেকে নিবন্ধিত, যা গত বছরের ৯ সেপ্টেম্বর ইউনিয়ন কার্যালয় থেকে নিবন্ধিত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন