মৌলভীবাজার প্রতিনিধি \
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল (২৫এপ্রিল) উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন মেয়াদ শেষে দুপুরে তারা জেলা ও দায়েরা জজ ১ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন-জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুবদলের এম এ নিশাদ, যুবদলের সিরাজুল ইসলাম পিরুন, স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম, যুবদলের ওয়াহিদুর রহমান জুনেদ, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের রোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের মামুনুর রশিদ, যুবদলের জাহেদ আহমেদ। জাতীয় নির্বাচন পূর্বে ৫ নভেম্বর ২০২৩ সালের পুলিশ এসেল্ট মামলা জেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়। উক্ত মামলায় গত ২৮ ফেব্রæয়ারী হাইকোর্ট থেকে ১ মাসের আগাম জামিন নেওয়া হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন