মৌলভীবাজার প্রতিনিধি\ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২৪ পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক। স্বাগত বক্তব্য রাখেন,মৌলভীবাজারপরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ পরিচালনায় বক্তব্য রাখেন সির্ভিল সার্জনের পক্ষে ডা.বর্ণালী পাল,(ডিএস বি ডি আই ওয়ান) আব্দুল কাইয়ুম,জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক বকশী ইকবাল আহমদ প্রমুখ। আলোচনা সভায় ও র্যালীতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন