মৌলভীবাজার প্রতিনিধি \
মৌলভীবাজার সদর উপজেলায় দ্বিতীয় দাপে আগামী ২১মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে গত মঙ্গলবার মনোনয়ন যাচাইবাচাই শেষে এক ভাইস চেয়ারম্যানে প্রার্থীতা বাতিল হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার আব্দুস সালাম চৌধুরী জানান, ঋণ খেলাপির দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ এর মনোনয়ন বাতিল করা হয়েছে। চেয়ারম্যান পদে ২ প্রার্থী মো: কামাল হোসেন ও তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়েছে,অমিত হাসান সাজু, আমিরুল হোসেন চৌধুরী, মোঃ তুষার আহমদ ও সিতার আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী শাহীন রহমান এর মনোনয়ন পত্র বৈধতা পেয়ে বিজয়ী হয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন