মৌলভীবাজারে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \

মৌলভীবাজারের স্থানীয় সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় মৌলভীবাজার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম পিপিএম বার,অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শাহিনা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ সারোয়ার আলম। মূল আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিল চেয়ারম্যান কর্মশালায় আগত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। কাজের ক্ষেত্রে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে পেশাগত দায়িত্ব পালনের আহবান জানান তিনি। মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন এর স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকবৃন্দের করণীয় বিষয় সহ বিভিন্ন আলোচনায় মৌলভীবাজার প্রিন্ট ও ইলেকট্রনিক্স  মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী অধিবেশনে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন