ব্যাটারি চালিত রিক্সা চালককে পিটিয়ে আহত করল সিএনজি ড্রাইভার

gbn

রুবেল আহমেদ:-মৌলভীবাজার প্রতিনিধি ||

বুধবার (৩ এপ্রিল) দুপুরে, সময় ৩:১৫ মিনিটে মৌলভীবাজার পৌর শহরের এম সাইফুর রহমান রোডের সেভেন স্টার প্লাজার সামনে ঘটনাটি ঘটে।
এসময়ে সিএনজি চালক এক রিক্সা চালকের মাথায় আঘাত করে সিএনজি রেখে পালিয়ে যায়।

সি এনজি নং মৌলভীবাজার- থ ১৫-৫৯-৭৫
শাহরিয়ান পরিবহন।
মো:মুকিদ আহমদ ✆ ০১৭২৭০৩৪৮

প্রত্যক্ষদর্শী একজন জানান সিএনজি চালক অটো রিকশাচালক কে সাইড দিতে বলল্লে তার উত্তরে রিকশাচালক বলে ভাই এই জ্যাম এর মধ্যে আমি কোথায় দাঁড়িয়ে সাইড দিবো। এই কথা শুনেই সিএনজি চালক গাড়ি থেকে একটি কাটের বর্গা বের করে রিক্সা চালকের মাথায় আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে যায়,এবং রিক্সা চালক কে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন