মৌলভীবাজারে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি\ জেলার রাজনগর উপজেলা পূর্ব কদমহাটায় বসতঘরে অগ্নিকান্ডে নূরজাহান বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ২টি গরু ও ১টি ছাগল পুড়ে মারা যায়। ঘটনাটি ঘটে গতকাল (সোমবার) সকালে প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির কেয়ারটেকার ময়না মিয়ার বসত ঘরে। বসত ঘরে আগুন লাগার পর পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচজন বের হতে পারলে ও বৃদ্ধা ওই মহিলা বের হতে পারেননি। স্থানীয় এলাকাবাসী জানায় ময়না মিয়ার পরিবারের সবাই সেহরী খেয়ে ঘুমানোর পর বসতঘরে আগুন লাগে। এসময় প্রাণে বাঁচতে পরিবারের সবাই ঘরের বাইরে চলে আসলেও অসুস্থ নূরজাহান বেগম ঘর থেকে বের হতে পারেননি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। ৬ সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর বাড়িতে একটি টিনশেডের ঘরে থাকতেন নূরজাহান বেগম। রাজনগর ফায়ার সার্ভিসে জানালে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরের ভেতর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে। তবে আগুন লাগার সুত্রপাত এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। রাজনগর থানার ওসি মো: আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আগুন লাগার কারণ বের করতে ফায়ার সার্ভিস ও পুলিশ তদন্ত করছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন