রুবেল আহমেদ,মৌলভীবাজার প্রতিনিধি || শুক্রবার ২৯মার্চ (১৮ রামাদ্বান) মৌলভীবাজার জেলা সদরের পুরাতন চাঁদনীঘাট অস্ত আমির ম্যারেজ হলে শতাধিক পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী আব্দুল মুকিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহতি প্রজেক্টের দানশীলদের নাম পড়ে শুনান ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মোহাম্মদ নানু মিয়া। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নানু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানবিক পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিকুর রহমান, সাবেক চেয়ারম্যান, ৮নং মনসুর নগর ইউনিয়ন,রাজনগর। অনুষ্ঠানে প্রদান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম রুবেল, সহকারী অধ্যাপক, লংলা কলেজ, কুলাউড়া, মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিপন মিয়া,সাবেক মেম্বার, চাঁদনীঘাট ইউপি, জগলুল আহমদ, দাতা সদস্য,আদর্শ সামাজিক সংগঠন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্বারী জাহাঙ্গীর আলম এবং দেশ এবং প্রবাসের সকল দানশীল ব্যক্তিবর্গের জন্য দোয়া করেন চার মৌজা মসজিদের মুয়াজ্জিন রাজু আহমদ। এছাড়া ও এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমসজসেবক কামাল মনসুর, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা লুৎফুর রহমান, আলমঙ্গীর,শামীম আহমদ, হুসাইন আহমদ, রাসেল আহমদ সহ আরও অনেকে। মহতী অনুষ্ঠানে বক্তরা তাদের বক্তব্যে বলেন আদর্শ সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই বছর রমজান মাসে ১০০ টি অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। আপনারা দোয়া করবেন এই সংগঠন যেনো আরও সামনে এগিয়ে যেতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন