রানোৎসবের ম্যাচে হায়দ্রাবাদের জয়

gbn

মারমুখি ব্যাটিংয়ে আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছিল এদিন সানরাইজার্স হায়দ্রাবাদ। হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, ট্রাভিস হেডদের ব্যাটিং ঝড়ে এদিন ৩ উইকেটে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৭৭ রান তোলে তারা। জবাব দিতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সও যে ঝড় তুলবে কে জানতো। তবে অবেশেষে ৫ উইকেটে ২৪৬ রানে থামে তারা।

তাতেই ৩১ রানে হায়দ্রাবাদের প্রত্যাশিত জয়।

 

হায়দ্রাবাদের ব্যাটার শুরু থেকেই ব্যাট চালিয়েছেন। মায়াঙ্ক আগারওয়াল বাদে সবাই বড় স্কোর পেয়েছেন। ট্রাভিস হেড যেমন ২৪ বলে ৬২, অভিষেক ২৩ বলে ৬৩, এইডেন মারক্রাম ২১ বলে অপরাজিত ৪২ এবং ক্লাসেন ৩৪ বলে অপরাজিত ৮০ রানের বিদ্ধংসী ইনিংসে রেকর্ড ভাঙা সংগ্রহ এনে দেন দলকে।

একই ভাবে জবাব দিতে চেয়েছেন রোহিত শর্মারা। রোহিত ১২ বলে ২৬, ইশান কিষান ১৩ বলে ৩৪, নামান ধির ১৪ বলে ৩০, তিলক ভার্মা ৩৪ বলে ৬৪ এবং টিম ডেভিডের ২২ বলে ৪২ রানের ইনিংসে আনন্দায়ী এক ম্যাচ উপভোগ করেন হায়দ্রাবাদের দর্শকরা।

 

নিজের দলের রেকর্ড গড়া জয়ে অবশেষে হাসিমুখেই বাড়ি ফিরেছেন তাঁরা।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন