ভূমিকম্পপ্রবণ জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি কয়েক দফায় শক্তিশালী কম্পনে দুলেছে জাপানের উত্তর-পূর্বাঞ্চলসহ অন্যান্য এলাকা। উপকূলীয় শহরগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা সবাইকে নিরাপদে থাকার জন্য সতর্ক করেছেন। এছাড়া দেশজুড়ে জারি রয়েছে আগাম নিরাপত্তা নির্দেশনা।
গত সোমবার উত্তর জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর, আগামী এক সপ্তাহের মধ্যে জাপানে ৮ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া অধিদপ্তর। এর চার দিনের মাথায় আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্বাঞ্চল।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামের সক্রিয় ভূমিকম্প বলয়ের ওপর অবস্থিত জাপান। এ কারণে দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। সেখানে প্রাকৃতিক এ দুর্যোগ সাধারণ ব্যাপার হলেও সোমবার রাতের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর নড়েচড়ে বসেছে সরকার।
প্রথমবারের মতো এমন মেগা ভূমিকম্পের সতর্কতা দিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। সাম্প্রতিক ভূমিকম্পের ধারাবাহিকতা উত্তর জাপানের লাখো মানুষের ওপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
উদ্ভূত পরিস্থিতিতে লোকজনকে উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। জাপানের পক্ষ থেকে পর্যটকদের জন্য কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকলেও, ভূমিকম্পপ্রবণ জাপান ভ্রমণে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ।
জাপানে অতীতেও মেগা ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ২০১১ সালের ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে দেশটির উত্তর-পূর্ব উপকূলে ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। টোকিও বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জাপানে দিনে প্রায় তিনটি করে বছরে প্রায় দেড় হাজার ভূমিকম্প হয়।
যদিও বিজ্ঞানীরা ভূমিকম্পের সুনির্দিষ্ট সময়, স্থান বা মাত্রার পূর্বাভাস দিতে পারেন না, তবু জাপানের সতর্কতা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন