মধ্যরাতে হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট নাহিদের

gbn

দুর্বৃত্তদের গুলিতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে জুলাই বিপ্লবে হাদির ভূমিকার কথা স্মরণ করেন তিনি।

ইংরেজিতে দেওয়া ওই পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ভাই হাদি, তোমাকে আমরা রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আর আমরা তোমাকে ব্যর্থ করেছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলে।’

তিনি লেখেন, ‘আর আমরা জুলাই প্রজন্মকে এক করতে পারিনি। সেই তরুণরা- যারা ছিল সাহসী, ক্ষুব্ধ এবং আশাবাদী, তারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল। আমরা তাদের একত্র করে রাখতে পারিনি। আমরা সময় নষ্ট করেছি। আমরা রাজনৈতিক ভুল করেছি। আর জনগণকে তার মূল্য দিতে হয়েছে।’

এনসিপির আহ্বায়ক আরও লেখেন, ‘জুলাইয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছিল। ক্ষমতা, দল কিংবা পদ-পদবির জন্য তারা মারা যায়নি। তারা নিহত হয়েছিল কারণ তারা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ ভিন্ন হতে পারে। আমরা জুলাইকে ত্যাগ করব না। আমরা চাপের মধ্যে আছি, আমরা আহত। কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি এবং এই লড়াই আমরা চালিয়ে যাব যেন তোমার সন্তান এবং দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।’

স্ট্যাটাসে নাহিদ আরও লিখেছেন, ‘আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি। আমরা স্বীকার করছি যে গত দেড় বছরে ইতিহাস আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছিল, তা আমরা পালন করতে পারিনি। কিন্তু পিছু হটা আমাদের বিকল্প নয়।’

ওসমান হাদির কথা উল্লেখ করে স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘যেমনটা তুমি বলেছিলে- আমরা আমাদের শত্রুর প্রতিও ন্যায়বিচার চর্চা করব। কিন্তু কোনোভাবেই ফ্যাসিস্টদের জন্য ক্ষমা নেই। যারা এই দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের জন্য এক ইঞ্চি ক্ষমাও নেই।’

এছাড়াও স্ট্যাটাসের শেষদিকে নাহিদ ইসলাম লিখেছেন, ‘আমাদের মাঝে ফিরে আসো ভাই। ফিরে আসো সেই মানুষদের কাছে এবং সেই আন্দোলনে যার জন্য তুমি লড়েছিলে। আমরা অপেক্ষায় আছি। হয়তো আমরা জীবন হারাব, কিন্তু আমরা জুলাইকে ত্যাগ করব না।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন