ভারতে বাজে রেকর্ড দক্ষিণ আফ্রিকার

gbn

ভারত সফরে বাজে রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৭৬ রানের টার্গেট তাড়ায় ১২.৩ ওভারে ৭৪ রানেই অলআউট হয় প্রোটিয়ারা।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রোটিয়াদের এটা সর্বনিম্ন রানের স্কোর। এত কম রানে দক্ষিণ আফ্রিকা কখনো অলআউট হয়নি। এর আগে ২০২২ সালে ভারত সফরে রাজকোটে দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে অলআউট হয়েছিল। আজ সেই রেকর্ড ছাড়িয়ে নতুন নজির গড়ে প্রোটিয়ারা।

প্রোটিয়াদের ৭৪ রানে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে ভারত ব্যবহার করে ৬ জন বোলারকে। প্রত্যেকেই অন্তত একটি করে উইকেট শিকার করেছেন। হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে তাণ্ডব চালানোর পর; বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন। এদিন তিনি ডেভিড মিলারের উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২১তম ম্যাচে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

মঙ্গলবার ভারতের কটকের বারাবতী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। ৬.৩ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৪৮ রান জমা করতেই ভারত হারায় প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট।

ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ওপেনার শুভমান গিল। ২.৪ ওভারে দলীয় ১৭ রানে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি আউট হন ১১ বলে ১২ রান করে। আরেক ওপেনার অভিষেক শর্মা ফেরেন ১২ বলে ১৭ রান করে। দলীয় ৭৮ রানে ফেরেন তিলক ভার্মা। তিনি ৩২ বলে মাত্র ২৬ রান করার সুযোগ পান। দলীয় ১০৪ রানে ফেরেন অক্ষর প্যাটেল। তিনি ২১ বলে ২৩ রান করেন।

১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১০৪ রান। এরপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া। তিনি মাত্র ২৮ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ৫৯ রানের ঝলমলে ইনিংস। তার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান তুলতে সক্ষম হয় ভারত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন