৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

gbn

ম্যাচটা বার্সেলোনা শুরু করেছিল পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থেকে, একটা হার দলটাকে নিয়ে যেতে পারত প্রথম রাউন্ড থেকে বিদায়ের দুয়ারে। এমন পরিস্থিতিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে তারা শুরুতে গোল হজমও করে বসেছিল। তখনই বার্সার ত্রাতা হয়ে এলেন জুলস কুন্দে। ৩ মিনিটে দারুণ ২ হেডারে করলেন ২ গোল, আর তাতেই বার্সেলোনা জিতল ২-১ গোলে। ১১৯০ দিন পর পেল ভুলতে বসা এক জয়ের স্বাদ।

নানা কাঠখড় পুড়িয়ে প্রায় আড়াই বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনা ফিরে এসেছে চলতি মৌসুমের মাঝপথে। তবে চ্যাম্পিয়ন্স লিগে এই মাঠে কাতালানরা সবশেষ খেলেছে আরও অনেক আগে। এই টুর্নামেন্টে সবশেষ জয়টা এসেছে তারও আগে। ২০২২-২৩ মৌসুমের গ্রুপপর্বে দলটা বিদায় নিয়েছিল বায়ার্ন মিউনিখের কাছে হেরে। এরপর থেকে ১১৪০ দিন পেরিয়ে গেছে, এই মাঠে আর ফেরা হয়নি। কারণ সে মৌসুমের শেষে তো মাঠটার পুননির্মাণ কাজ শুরু হয়ে যায়, বার্সাকে এরপর থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হয় এস্তাদি লুইস কম্পানিসে।

তবে ১১৪০ দিনের সেই শূন্যতা কাটিয়ে গত রাতে ন্যু ক্যাম্পে ফেরে দলটা। তখনই কাতালানদের সিন্দাবাদের ভূত হয়ে চেপে বসে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হারের শঙ্কা। এই দলটা ইউরোপিয় পরিমণ্ডলে বড় নাম না হলেও কাতালানদের কাছে বেশ তেঁতো এক স্মৃতির নাম। তিন মৌসুম আগে এই দলটার কাছেই যে নিজভূমে পরবাসি হয়ে ইউরোপার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয়েছিল বার্সাকে। সেই ম্যাচে নিজেদের মাঠে খেলতে নেমে বার্সা দেখে গ্যালারিভর্তি সাদা জার্সি পরা লোকজন, ন্যু ক্যাম্প দখলে নেয় জার্মান সমর্থকরা। 

তেমন কিছুর অবতারণা এবারও ঘটাতে চেয়েছিল সফরকারী সমর্থকরা। হাজারে হাজারে সমর্থক বার্সেলোনায় পাড়ি জমিয়েছিল টিকিট না কেটেই, কালোবাজারির ভরসায় থেকে। তবে শেষমেশ তাদের সে চেষ্টা বার্সেলোনা রুখে দিয়েছে, কড়া যাচাই বাছাইয়ের পর নিজেদের সমর্থক বুঝতে পারলে তবেই ঢকতে দিয়েছে গ্যালারিতে।

গ্যালারির কৌশল সফল হোক আর না হোক, মাঠে ঠিকই বার্সেলোনাকে খাবি খাওয়ানোর পরিকল্পনা সফল করেই ফেলছিল ফ্রাঙ্কফুর্ট। প্রথমার্ধে করে বসেছিল গোল। সেই লিডটা ধরে রেখেছিল বিরতির আগ পর্যন্ত। তাতে বার্সা শিবিরে শঙ্কা ছিল, ন্যু ক্যাম্পে ফেরার দিনে না হেরে বসতে হয় দলটাকে।

তবে সে শঙ্কা শেষমেশ সত্যি হতে দেননি কুন্দে। শেষ কিছু দিনে বেশ সমালোচনার মুখে থাকা এই ডিফেন্ডার প্রথমে মার্কাস র‍্যাশফোর্ড এরপর লামিন ইয়ামালের দারুণ দুই ক্রস থেকে করেন দুই গোল। সেই দুই গোলই কাতালানদেরকে মৌসুমের তৃতীয় জয় এনে দেয়। ন্যু ক্যাম্পে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ জেতে ১১৯০ দিন পর। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৫-১ গোলে হারিয়েছিল বার্সা, সেই জয়ের তিন বছর ৩ মাস পর বার্সা ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে জয়ের মুখ দেখল গত রাতে।

তবে সেসব রেকর্ডে কোচ হানসি ফ্লিক মনোযোগ দেবেন থোড়াই। দলের সামনে এখন শীর্ষ আটে থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যাওয়ার কাজটা পড়ে আছে। এই জয়ের পর ৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট পেল বার্সা। এখন তারা আছে তালিকার ১৪তম স্থানে। তবে এই জয়ের পর শীর্ষ আটের সঙ্গে তাদের ব্যবধানটা স্রেফ ২ পয়েন্টের। পরের দুই ম্যাচ জিতলে আর বাকি সব ম্যাচের ফলাফল পক্ষে এলে সরাসরি শেষ ১৬তে খেলতে পারবেন রবার্ট লেভান্ডভস্কিরা। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন