মৌলভীবাজারের কুলাউড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বিকেলে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোহাইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ট্রাক চালকের নাম নাহিদ মিয়া (৩০)। তিনি রাজনগর উপজেলার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাজার থেকে ছেড়ে একটি ট্রাক মৌলভীবাজারের দিকে যাচ্ছিলো। পথে লোহাইউনি চা বাগান এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুইটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ট্রাকের চালক ভেতরে আটকা পড়েন। পরে দমকল বাহিনী এসে ট্রাকের সামনের অংশ কেটে চালককে বের করে হাসপাতালে পাঠায়।
কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের সামনের অংশ কেটে চালক নাহিদকে বের করা হয়। এ ছাড়া বাসের কোনো যাত্রী আহত হননি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন