মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আব্দুস সামাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সামাদ কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। তবে সামাদ পরিবারের সঙ্গে জুড়ীর গোয়ালবাড়ী এলাকায় থাকতেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে মক্তদিরর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী সামাদ ট্রাকচাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি এস.এম মাঈন উদ্দিন সিলেটভিউ-কে বলেন, চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন