মৌলভীবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মৌলভীবাজার প্রতিনিধিঃ

আজ মহান একুশে ফেব্রুয়ারি। আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির জীবনে এক কালজয়ী দিন। আজ বাঙালির হৃদয় যেমন স্বজন হারানোর বেদনায় হাহাকার করে, তেমনি অধিকার আদায়ের আনন্দেও উদ্বেলিত হয়। একুশের প্রথম প্রহর থেকেই কোটি কণ্ঠ গেয়ে উঠেছে সেই অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ ধর্ম-বর্ণ, পেশা-বয়স নির্বিশেষে সব মানুষ ভাষাবীরদের প্রতি ফুলের ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধায় প্রভাত ফেরি করেছে, শহীদ মিনারে জমায়েত হয়ে। অঙ্গীকার করবে ভাষা, সংস্কৃতি এবং সার্বভৌমত্ব রক্ষার।

আজ একুশ শুধু বাঙালির নয়, গোটা বিশ্বের সব ভাষাভাষী মানুষের। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ঐতিহাসিক মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর থেকে প্রতিবছর আন্তর্জাতিক পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে শহীদ মিনারে রাত ১২:০১ মিনিটে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
উপস্থিত ছিলেন – বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ড. এডভোকেট আবু তাহের, উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব এম.এ রুমান আহমদ সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন – বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক সালমান আহমদ, জয়নাল আবেদীন, নুরুল হাসনাত, গোলাপ আহমদ, রফিক আহমদ প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন