বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল সেন্টার পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরান ঢাকার স্বনামধন্য ও জনপ্রিয় "সেন্টার পয়েন্ট স্কুল" এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন হয়েছে। 

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ "সেন্টার পয়েন্ট স্কুল" এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মজিবুর রহমান। বিশেষ অতিথির আসন অংলকৃত নবকুমার স্কুল ও ড. মোহাম্মদ শহীদুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ ও অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ আবদুল হালিম।

ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার পয়েন্ট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জেসমিন বানু। 

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের দলীয় মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শন। সঙ্গীতের তালে তালে শিশু শিক্ষার্থীদের সুশৃঙ্খল শরীরচর্চা প্রদর্শন সকলের দৃষ্টি কেড়ে নেয়। এরপর কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। লাল ফিতা কেটে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সেন্টার পয়েন্ট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জেসমিন বানু। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার পয়েন্ট স্কুলের পরিচালনা কমিটির  সহ-সভাপতি হেমায়েত উদ্দিন ও সদস্য কাজী তাইফুরুল করিম এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীদের বিস্কুট  দৌড়, অংক দৌড়, চামচ দিয়ে বল উঠানো প্রতিযোগিতা,যেমন খুশি-তেমন সাজো খেলাসহ আরো বেশ কয়েকটি খেলার আয়োজন ছিল। সর্বশেষ অভিভাবকদের নিয়ে বেশ চমকদার দুটি খেলা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনের খেলা মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন