"নাট্যকার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব আব্দুল মতিন এর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে   মৌলভীবাজারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সভা অনুষ্ঠিত,

gbn

নাজমুল সুমন,  

মৌলভীবাজারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক, জেলা নাট্য পরিষদ (জেনাপ) সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মতিনের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। গত ৩১ শে জানুয়ারি সকালে  মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিবাদ সভায় বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, পরিবেশ ও সমাজকর্মী আ.স.ম ছালেহ সুহেলের সভাপতিত্বে এবং তরুণ নাট্য ও ক্রীড়া সংগঠক কয়ছর আহমদের  পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন 

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অপূর্ব কান্তি ধর, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরী, 

আনোয়ার হোসেন দুলাল, মিন্টু দাশ, এমদাদুর রহমান রেনু,ও মুহিবুর রহমান মুহিব সহ সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,  জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ভিপি আব্দুল মতিন কতিপয় সন্ত্রাসী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এটি যেমন দুঃখজনক। তেমনি অমার্জনীয় এবং অকল্পনীয় ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জানা যায়, ২৮শে জানুয়ারি সকাল ১১টার দিকে জেলা শহরের এম সাইফুর রহমান সড়কের ইজি ফ্যাশনের সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। ঘটনার সময় স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

আহত ভিপি আব্দুল মতিন জানান, শহরের ইজি ফ্যাশনের সামনে কয়েছসহ ৪ জন লোক এসে তার ওপর অতর্কিতভাবে কিলঘুষিসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। কয়েছের সঙ্গে তার চেকের মামলা চলছে। এ কারণে তার ওপর হামলা চালানো হয়েছে। এদিকে এই সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন জেলার সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম মানবজমিনকে জানান, ওই ঘটনায় কয়েছের বিরুদ্ধে একটি জিডি হয়েছে। আমরা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছি।

এদিকে "নাট্যকার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব আব্দুল মতিন এর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি 

জানিয়েছে বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসী, 

মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি 

মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক, জেলা নাট্য পরিষদ (জেনাপ) মৌলভীবাজারের সভাপতি, বিশিষ্ট নাট্যকার সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব ভিপি আব্দুল মতিন মহোদয় এর উপর সন্ত্রাসী কর্তৃক শারীরিক ভাবে লাঞ্চিত হওয়ার ঘটনায় মৌলভীবাজারের মতো শিষ্টাচার সম্পন্ন শহরে সকল নাগরিক সমাজের মতো বিশ্বময় বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসী হতবাক হয়েছেন। 

জেলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব, একজন সাদা মনের মানুষ ভিপি আব্দুল মতিন কতিপয় সন্ত্রাসী কর্তৃক শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন, এটি অমার্জনীয় এবং অকল্পনীয়  ঘটনা, এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই বলে উল্লেখ করে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর,এক বিবৃতিতে এই  ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সকল সাংস্কৃতিক কর্মী  এবং শহরের সচেতন নাগরিক সমাজের মতো তিনিও প্রবাস থেকে অবিলম্বে  এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার  ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব, ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এক যুক্ত  বিবৃতিতে মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জনাব আব্দুল মতিন এর ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।।

উল্লেখ্য  রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে নাট্যকার আব্দুল মতিনকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এতে তিনি প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন এবং মানসিক ভাবে বিপর্যস্ত হন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন