মৌলভীবাজারের কুলাউড়ায় এনজিও সংস্থা প্রচেষ্টার উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে প্রচেষ্টা ক্যাম্পাস প্রাঙ্গণে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান।
প্রচেষ্টার নির্বাহী পরিচালক নওয়াব আলী নকি খানের সভাপতিত্বে ও সংস্থার সমন্বয়কারী সুজিত বাড়াইক পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে নওয়াব আলী আব্বাস খান প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে বলেন, সংস্থার সমাজ সেবীদের উদ্যোগের ফলে সাধারণ মানুষ চক্ষুচিকিৎসা সেবায় উপকৃত হচ্ছে। মানব সেবায় তাদের এ উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানিয়ে তিনি সংস্থার সাথে জড়িতদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা সমাজসেবার উপপরিচালক হাবিবুর রহমান, সহকারী উপ-পরিচালক মো. ছায়েফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, মনু মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান নওয়াব আলী বাখর খান হাসনাইন, বিএনএসবি সিনিয়র সুপারভাইজার এম এ মান্নান প্রমুখ।
বিনামূল্যের এই চক্ষু শিবিরে প্রায় দেড়শত মানুষের চক্ষু পরীক্ষা করে তাদের মধ্যে ৩০ জন ছানিপড়া চক্ষু রোগীকে বাছাই করে ক্যাটারেক্ট অপারেশন ও ল্যান্স সংযোজন করার জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন