বাড়তে পারে শৈত্যপ্রবাহ, আরো কমবে তাপমাত্রা

gbn

গত মঙ্গলবার দেশের ৪৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দুই দিনে তা অনেকটাই কমেছে। গতকাল বৃহস্পতিবার দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। তবে আজ শুক্রবার আবারও শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কমতে পারে রাতের তাপমাত্রা।

এদিকে আজও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে সারা দেশে দিনের তাপমাত্রা তেমন না কমলেও রাতে কিছুটা কমতে পারে। শনিবার (আগামীকাল) সকালেও তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর পর থেকে তাপমাত্রা বাড়ার প্রবণতা শুরু হবে।’

 

বজলুর রশিদ বলেন, আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃষ্টির পর আবার বাড়বে তাপমাত্রা।

সব মিলিয়ে আগামী এক সপ্তাহে শীত খুব বেশি বাড়ার সম্ভাবনা কম।

 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা উভয়ই প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।

 

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের ১৫ জেলায় সামান্য থেকে  হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এ ছাড়া চট্টগ্রামে আট মিলিমিটার, কক্সবাজার ও নোয়াখালীর হাতিয়ায় সাত মিলিমিটার এবং বান্দরবানে ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায়ও এ সময় সামান্য (এক মিলিমিটারের কম) বৃষ্টি হয়েছে।

রংপুর (আট জেলা) বিভাগের সব জেলা ও নওগাঁ জেলার ওপর দিয়ে গতকাল মৃদু (আট থেকে ১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৬ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ৮.৮ ডিগ্রি এবং নওগাঁর বদলাগাছী, নীলফামারীর ডিমলা ও রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন