মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৪নং, ৫নং, ৬ নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের ১০০ জনকে কম্বল দেয়া হয়।
উপস্থিত জনসাধারণ বিজিবি’র এই কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে প্রতিটি দুর্যোগে সহযোগিতা করে থাকে।
ডাকটিলা বিওপি’র শীতবস্ত্র বিতরণে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান পিপিএম এবং ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন, ডাকটিলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হোসেনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন