মৌলভীবাজার-১ : নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জাপা প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বড়লেখা উপজেলার চান্দগ্রাম-বারইগ্রাম ব্রিজের পাশে আহমেদ রিয়াজ উদ্দিনের রঙিন পোস্টার সাঁটানো পাওয়ায় তাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। 

 

 

অভিযানে বড়লেখা থানার এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন অভিযান পরিচালনা করেন। অভিযানে বড়লেখা উপজেলা চান্দগ্রাম-বারইগ্রাম ব্রিজের পাশে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের রঙিন পোস্টার সাঁটানো পাওয়া যায়। এসময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক পোস্টারটি অপসারণ করা হয়। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন