টানা সপ্তমবারের মতো মনোনয়ন জমা দিয়েছেন মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে সাতবার প্রার্থী হলেন। গেল ৬ বারই তিনি বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার মনোনয়নপত্র গ্রহণ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
মনোনয়ন জমা শেষে মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পরপর ছয়বার আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। ৬ বারই এলাকার ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। গত ৩২ বছর এলাকার মানুষের সুখ-দুঃখের ভাগিদার হয়ে কাজ করেছি। আমি আশাবাদী, সপ্তমবারও ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা নির্বাচনে অংশ নেবে, তাদেরকে স্বাগত জানাই। তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে।
মনোনয়ন ফরম জমার দেয়ার সময় নৌকা প্রতিকের প্রার্থী মো. আব্দুস শহীদের সাথে উপস্তিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক আকরাম খাঁন, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদসহ অন্যন্য সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেয়ার আগে সকাল ১১ ঘটিকায় ভানুগাছ রোড জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পরাজয় হয়নি। আওয়ামী লীগের মনোনয়ন মানেই নিশ্চিত বিজয়। আর পঞ্চম সংসদ নির্বাচন (১৯৯১ সাল) থেকে টানা ছয়বার আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি হয়েছেন। এবারের মনোনোয়ন পেয়ে নির্বাচিত হলে টানা সপ্তমবার এমপি হওয়ার রেকর্ড গড়বেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. আব্দুস শহীদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন