মৌলভীবাজার প্রতিনিধি\ ‘‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে।
গতকাল রোববার ২৩ জুলাই সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়, পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে অনিষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশনেন। জনগণকে সেবা প্রদান করতে জেলা প্রশাসক কার্যালয়ে আলাদা একটি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়। ছবি সংযুক্ত র্যালি

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন