মৌলভীবাজার প্রতিনিধি \ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান'র ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আলাদাভাবে মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করেছে জেলা বিএনপি দুই অংশ। জেলা বিএনপি (নাসের রহমান) গ্রুপের আয়োজনে গতকাল মঙ্গলবার বাদ যোহর,হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) দরগা জামে মসজিদ দোয়া শেষে মসজিদ প্রাঙ্গনে শিরণী বিতরণ করা হয়। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ুন, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ হুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জেলা বিএনপির (ভিপি মিজান গ্রুপ) এর আয়োজনে গতকাল মঙ্গলবার বাদ জোহর অসহায় সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মুকিত। পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান'র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভী আব্দুল উয়ালী সিদ্দিকী, সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু,সহ-সভাপতি সাবেক কাউন্সিলার আয়াছ আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন বকস প্রমুখ। পরে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন