মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় যুবতীর মুখে এসিড নিক্ষেপের ঘটনায় মূল হোতা লাল চান বাউরী (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
গত সোমবার (১৫ মে) বিকেলে জেলার রাজনগর থানাধীন চান্দভাগ চা বাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরীর ছেলে।
ঘটনায় ভিকটিমের ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লালচান বাউরীকে অভিযুক্ত করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এলাকাবসী ও পুলিশ সুত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের লাল চান বাউরী একই চা বাগানের মৃত রবিলাল বাউড়ির মেয়ে ভাগ্যরাণী বাউড়িকে (১৮) পছন্দ করতো এবং রাস্তাঘাটে ও এলাকায় উত্যক্ত করত। কিছুদিন আগে লাল চান বাউরী ভিকটিমের পরিবারেকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় লাল চান বাউরী মেয়েটির উপর ক্ষিপ্ত ছিল। ঘটনার জেরে গত ১৪ মে রাত সাড়ে ৯টায় ভিকটিম ভাগ্যরাণী বাউরী রান্না করার সময় অভিযুক্ত লালচান বাউরী সিরিঞ্জের ভেতর এসিড ভরে ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে ভাগ্যরানীর উপর নিক্ষেপ করে। এতে ভাগ্যরাণীর ডান চোখ ও গালের অংশ পুড়ে যায়। পরে ভাগ্যরানীর স্থানীয় রাজনগর উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে ভুর্ত্তি করা হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, বর্তমানে ভিকটিম ভাগ্যরানী বাউরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গ্রেফতারকৃত আসামি লাল চান বাউরী প্রাথমিকভাবে রাজনগর থানা পুলিশের কাছে এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে। ছবি থানায় আটকের

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন