রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাস চাপায় অপু মিয়া (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ময়দার মিলের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা যায় অপু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামের আব্দুর নূরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় অপু রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদী হাসপাতালে পাঠানো হয় সেখানে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর সরদার নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন