শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভূক্ত আসামিসহ ১৩ জন গ্রেফতার

gbn

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি  ||

বুধবার (৫ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

চলমান বিশেষ অভিযানে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানার মামলা নং-০৭(৪)২৩ এর পলাতক আসামি ১। সালাম মিয়া(৪৫) ও ২। কালাম মিয়াদের(৪০) গ্রেফতার করেন।

শ্রীমঙ্গল থানার অপর এক অভিযানে এসআই আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাসসহ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সিআর-৪৫/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামি ১। আলকাছ মিয়া, ২। মোঃ বুলবুল আহমদ এবং ৩। মোঃ ফেরদৌস আহমেদকে গ্রেফতার করে।

অন্য অভিযানে সিআর-৫৯৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামি ১। দেলুয়ার মিয়া,২। জয় বানু, ৩। জাহানারা বেগম, ৪। কেবল মিয়া, ৫। আলীম উদ্দিন ৬। ফুল মিয়া, ৭। গোল বানু এবং জিআর-২৫৪/২১ এর পরোয়ানাভুক্ত আসামি ১। যতন দাশকে গ্রেফতার করা হয়।

আজ সকালে গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন