শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ : পানি সম্পদ উপমন্ত্রী

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ। আগামীতে আজকের এই তরুণ প্রজন্মের নেতৃত্বেই সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উপনীত হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার ৫০ বছরে ক্রীড়াঙ্গনে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, ফুটবল, দাবা, শুটিং, সাঁতার, গলফ ও আর্চারিতে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে ছেলেমেয়েরা। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের তরুণরা সাফল্যের স্বাক্ষর রাখছে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম ও সততা থাকতে হবে। যেন তারা শিক্ষিত হয়ে দেশের সেবা করতে পারে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এবং দেশের সঠিক ইতিহাস জানতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতির পিতা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, জাতির পিতা শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন। সংবিধানে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষার মাধ্যমে জাতিকে তিনি উন্নত করতে চেয়েছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন