বই লেখার কথা ভাবছেন ক্যাটরিনা কাইফ
আপন করার সফল বই । কীভাবে বলিউডে এলেন তিনি? কীভাবে পায়ের তলার মাটি খুঁজে পেলেন? উত্থান পতনকেই বা দেখেন কোন চোখে? এই সব কিছু নিয়েই বই লেখার কথা ভাবছেন ক্যাটরিনা কাইফ। তিনি নিজেই বলেছেন এ কথা

মধুলীনা কলকাতা থেকে || জিবি নিউজ২৪.কম ||
২০০৩-এ বুম ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। অভিনয় ও নাচের দুর্বলতা নিয়ে তাঁর মারাত্মক সমালোচনা হয়। কিন্তু বলিউডে নিজের জায়গা করে নিতে অবশেষে সফল হয়েছেন তিনি।