জালালুর রহমান,জুড়ী(মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জরিছড়া গ্রামে বহমান জরিছড়ার উপরে মধ্যপ্রাচ্য প্রবাসী জামিল উদ্দিনের অর্থায়ণে ও জুড়ী অনলাইন প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে জরিছড়া ব্রীজ। ব্রীজনির্মাণে ব্যয় হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকা। শুক্রবার (২/ডিসেম্বর/২০২২) ইং বাদজুমআ ব্রীজটির শুভ উদ্বোধন হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ধামাই-১ গ্রামের কৃতিসন্তান, তরুন সমাজসেবক মধ্যপ্রাচ্য প্রবাসী ও বাঙালি কমিউনিটি সেবক ও জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজী মোঃ জামিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম জালাল উদ্দীন, জুড়ী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান,
সাংবাদিক আব্দুর রহমান শাহীন, জুড়ী অনলাইন প্রেসক্লাব তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, জাকির হোসেন,তছিরুল ইসলাম, মাজহারুল ইসলাম তামিম,স্থানীয় মুরব্বি আব্দুস সুক্কুর,হারিছ মিয়া,ও কোকিল মিয়া প্রমুখ। উদ্ধোধনী অনুষ্ঠানে দোয়া করেন স্থানীয় মসজিদের ইমাম। তাছাড়া উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, মখলিছুর রহমান প্রমূখ। এলাকাবাসী সূত্রে জানা গেছে জরিছড়া গ্রামে ৩৫টি পরিবারে আনুমানিক দুই শতাধিক লোকের বসবাস। এলাকার বাসিন্দা শুক্কুর মিয়া বলেন,দেশ স্বাধীনের পর বিগত ৪ যুগের বেশী সময়ে অনেক জনপ্রতিনিধি আসলেন আর গেলেন কেউই এ রাস্তাটির খোঁজ রাখেনি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন