মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪নভেম্বর) রবিবার পুরস্কার বিতরনী অনুষ্ঠান রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া আনন্দ উৎসব শেষে রবিবার দুপুরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন মৌলভীবাজার মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রশাসক কার্য্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি রায় । জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সভাপতিত্বে ক্রীড়া আনন্দ উৎসব এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,জেলা প্রতিবন্দি সেবা ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা চন্দন কুমার পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের পরিচালক ডবিøউ রায় বাবলু আব্দুর রউফ,প্রধান শিক্ষক মল্লিকা রানী গোস্বামী প্রমুখ। ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২০জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ক্রীড়া উৎসবে দৌড়,রানিং লং জ্যাম্প,কুয়ার ভিতর বাহির,বল নিক্ষেপ,চকলেট দৌড়, ইত্যাদি। খেলা সার্বিক পরিচালনায় করেন, মাহফুজা ইয়াসমিন, গোবিন্দ প্রসাদ ভট্রাচার্য়্য, রাজরাল মালাকার, বিলকিছ বেগম দেবস্মীতা দেব রায বর্ণী ও জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী প্রমুখ । উল্লেখ্য গত ৮নভেম্বর মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মৌলভীবাজার এর সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলা মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বøুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন