মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে যুক্তরাজ্যের ক্রয়ডন সিটির কাউন্সিলর ও প্রাক্তন মেয়রের মতবিনিময়

gbn

মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে যুক্তরাজ্যের ক্রয়ডন সিটির কাউন্সিলর, প্রাক্তন মেয়র, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি লিডারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক বকশী বকিবাল আহমদ এর সভাপতিত্বে ও মাহমুদুর রহমানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ক্রয়ডন সিটির কাউন্সিলর ও সাবেক মেয়র হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজ সেবক,ব্যবসায়ী ও কমিউনিটি লিডার জুবায়ের কবির, বিশিষ্ট সমাজকর্মী ও কমিউনিটি লিডার রাহেনা কবির চৌধুরী, সমাজকর্মী ও কমিউনিটি লিডার হালিমা কবির চৌধুরী,লেখক ও শিক্ষক সাওদা মুমিন,মৌলভীবাজার প্রেক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ,নুরুল ইসলাম শেফুল,বকশী মিছবাহ উর রহমান রহমান, বিশিষ্ট লেখক ও সমাজসেবক ড. মোহাম্মদ আবু তাহের, অধ্যাপক মোহাম্মদ ইকবাল,সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল,শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মু ইমাদ উদ দীন,এম এ হামিদ,মাহবুবুর রহমান রাহেল,দুরুদ আহমদ প্রমুখ। বক্তারা কমিউনিটি লিডারদেরকে অভিনন্দন জানিয়ে বলেন তারা প্রবাসে ও তাদের সার্বিক কর্মকান্ডে বিদেশে এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তারা দেশের বন্যা,খরাসহ নানা প্রাকৃতিক দূর্যোগে আর্থিক সহযোগিতার হাত বাড়ান। বক্তরা বলেন দেশের নানা উন্নয়ন কর্মকান্ডে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই চিরস্মরণীয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন