মৌলভীবাজার প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবায়দা রহমানের নামে দুদকের করা মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেল ০৪: ঘটিকায় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দল পৌর সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাশি নাথ রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সমসেরনগর রোড হয়ে চৌমুহনী পদক্ষিণ করে এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ এসআর প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু বলেন, তারেক রহমান যেন দেশে আসতে না পারে সেজন্যই এই অবৈধ সরকার ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইনশাআল্লাহ, সকল বাধা, সকল ষড়যন্ত্র অতিক্রম করে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। আগামীতে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে স্বেচ্ছাসেবকদলের সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য বলা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন