জালালুর রহমান,জুড়ী(মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে গত শনিবার (৩/সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনায়। জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বীরগাঁলী থেকে গাঁজা ব্যাবসায়ী খায়রুল আলম রানা কে আটক করে জুড়ী থানার এস আই অনিক রঞ্জন দাসসহ একদল পুলিশ পড়ে তার দেহ তল্লাশি করে তার সাথে থাকা ১০০ গ্রাম গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসে। ভবানীপুর গ্রামের বদরুল আলম বলাই এর ছেলে খায়রুল আলম রানা (৪২) উল্লেখ্য রানা দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসায় লিপ্ত ছিল। আটক কৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এ জুড়ী থানায় মামলা নং ০২, তারিখ (০৩/৯/২০২২) ইংরেজি রুজু করা হয়েছে রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এর সত্যতা স্বীকার করেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন