জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ সামির হোসেন ওরফে কালু(১৯) নামে এক তরুন গ্রেফতার হয়েছে। শনিবার(৩’অক্টোবর) বিকেল ৩টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর পাড়া গ্রামে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। সে একই ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক ষ্ট্যান্ড এলাকার সাইদুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন বলেন, কতিপয় ব্যাক্তির মাদকসহ অবস্থানের গোপন খবরে অভিযানটি চালানো হয়। অভিযানে ৯,৮৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হয় সামির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা আজমল হোসেন। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন