মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

gbn

এস এম ফজলুঃ

মাদক নিয়ন্ত্রণে মৌলভীবাজারে মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য রোববার (৩১ জুলাই) সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

শহরতলির রাঙাউটি রিসোর্টে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়। 

দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তাগণ, শিক্ষা কর্মকর্তাগণ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

কর্মশালায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা।

স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. হাবিব তৌহিদ ইমাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক মাঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। 

মাদকের চাহিদা হ্রাসে উপস্থিত অংশীজনেরা বিভিন্ন গ্রুপে লিখিত আকারে খসড়া ছকে তাঁদের মতামত, পরামর্শ এবং করণীয় বিষয়ে প্রস্তাবনা দেন। কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দ্রীয় কর্মকর্তাগণ এবং সিলেট ও মৌলভীবাজার  জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রস্তাবনাগুলো ঢাকায় কেন্দ্রীয় দফতর নেওয়া হবে। সেখান থেকে এটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান উপস্থিত সংশ্লিষ্টরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন