ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের অঙ্গিকারে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৫কোটি ১লক্ষ ৩৪হাজার
৬শত ৬২টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জবাবদিহিতা মুলক এক অনুষ্ঠানে
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ উপরোক্ত বাজেট ঘোষনা করেন। বাজেট অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের
প্রতিটি ক্ষেত্রে আরো অগ্রসর হতে হবে। এবং সেটি হতে হবে স্বচ্ছতার সাথে। তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে সরকারের যে উদ্যোগ তা
আমাদের বাস্তবায়ন করতে হবে। শুধু তাই নয়, যে যার অবস্থান থেকেই দেশ ও জাতীর কল্যানে কাজ করার জন্য তিনি সকলের প্রতি উদ্যাত্ত আহবান
জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনোয়ার হোসেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা
ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, প্রাণী সম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার শিকদার, মডেল থানা
পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলাতাপ হোসেন টিপু, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, অধ্যক্ষ বট
ুগোপাল দাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেব দুলাল বসু চম্পক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইউনুস আলী শেখ, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল
ইসলাম, মোঃ রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি, এ্যাডঃ হীটলার গোলদার ও মোঃ ফারুকুল ইসলাম ওমর সহ শিক্ষক সাংবাদিক
জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য মে মাসের শেষের দিকে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। এর মধ্যে বেতাগা ইউপিতে ১কোটি ৭৯লক্ষ
১৭হাজার ৬শত টাকা, লখপুর ইউপিতে ৩কোটি ৯লক্ষ ৬শত ৪৩টাকা, পিলজংগ ইউপিতে ২কোটি ৮৪হাজার ৯৬হাজার ৫টাকা, ফকিরহাট সদর
ইউপিতে ৩কোটি ৮৩লক্ষ ২৪হাজার ৩শত ৮০টাকা, বাহিরদিয়া-মানসা ইউপিতে ১কোটি ৭৬লক্ষ ৭০হাজার ৫শত ৫২টাকা, নলধা-মৌভোগ
ইউপিতে ২কোটি ৬১লক্ষ ৫হাজার টাকা, মুলঘর ইউপিতে ৩কোটি ১৬লক্ষ ৭৩হাজার ৮৬টাকা ও শুভদিয়া ইউপিতে ২কোটি ১৬লক্ষ ৮৬হাজার ৪শত
৩৪টাকার বাজেট ঘোষনা করা হয়। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন