মৌলভীবাজারে ১হাজার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

gbn

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধ ও পাস্পরিক সহযোগীতা বৃদ্ধিতে মৌলভীবাজার জেলার ১হাজার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন ) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলে দুপুর ১ টা পর্যন্ত। ভোটকেন্দ্রে ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লতিফা নিলুফার পাপড়ী বলেন, বিদ্যালয়ের ২শত ৯জন ক্ষুদে শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ১৩জন শিক্ষার্থী প্রতিদ্বন্ধীতা করে। তার মধ্যে নির্বাচিত হয় পঞ্চম শ্রেণী থেকে ২জন, চতুর্থ শ্রেণীতে ১জন ও তৃতীয় শ্রেণী থেকে ২জন।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন ছিল। ‘জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনেও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার নিয়োগ দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলী অজর্ন আর গণতান্ত্রিক মানসিকতা গড়ে তোলার প্রয়াসে সারা দেশের সাথে মৌলভীবাজারের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মূলত ক্ষুদে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবে। যাতে তাদের জ্ঞানের ক্ষেত্র আরও বৃদ্ধি পায়।

তিনি বলেন, মুদ্রিত ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, নির্ধারিত বুথ তৈরি করে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়। এগুলো তৈরীতে কাজ করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন