গাজীপুর এর রাজাবাড়ীতে অবস্থিত সারা রিসোর্ট এ মনোরম পরিবেশ এ গত ২৬-মে থেকে ২৮-মে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বসুন্ধরা ফুড, মাল্টি ফুড এর বাল্ক এবং প্রোডাক্ট লাইন-এ ইউনিটের ন্যাশনাল সেলস কনফারেন্স’২২।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের প্রায় তিন শতাধিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিতে বিগত বছরের বিক্রয় মূল্যায়ন এবং মূল্যায়ন শেষে বিক্রয় বিবেচনায় সেরা বিক্রয়কর্মী সহ অন্যান্য পুরস্কার এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং পুরষ্কার প্রদান করা হয়। পাশাপাশি বসুন্ধরার আজকের এই অবস্থানে আসার পিছনে অন্যান্য ডিপার্টমেন্ট এর ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাদের পুরুস্কৃত করা হয়।
সম্মেলনে উপস্থিত বসুন্ধরা গ্রুপ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাফিয়াত সোবহান বলেন, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ একের পর এক সফলতা অর্জন করে চলেছে। দেশের এমন কোনো পরিবার নেই যেখানে বসুন্ধরার পণ্য ব্যবহার হয় না। এই অর্জনগুলোর পেছনের কারিগর কিন্তু বিক্রয়কর্মীগণই। আপনাদের সহযোগিতাতেই আমরা ভোক্তার কাছে সঠিক সময়ে পৌঁছতে পেরেছি, করোনা মহামারীর মধ্যেও আপনাদের সুদৃঢ় এবং পরিকল্পনামাফিক কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করেছে আরও সামনে এগিয়ে যাওয়ার।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন