সদর মডেল থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও জুয়ারী আটক

gbn

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারে মাদক উদ্ধার এবং গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে পুলিশি অভিযান উপলক্ষ্যে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক টিম সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় বিভিন্ন জায়গায় গত – ১৭/০৫/২০২২ খ্রিঃ তারিখে বিশেষ অভিযান পরিচালানা করা হয়। অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ০৮ নং কনকপুর ইউপিস্থ কসবা গ্রামের তালেরতল খেয়াখাট এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ১। আলমগীর আহমদ(৩৮), পিতা-মৃত হাজী বদরুল হোসেন, ২। হারিছ মিয়া(৪৬), পিতা-মৃত ইদন মিয়া, উভয় সাং-কসবা, ০৮ নং কনকপুর ইউপি, থানা ও জেলা-মৌলভীবাজারদ্বয়কে সর্বমোট-২৮৫/- টাকা এবং ৩১ পিস জুয়া খেলার তাস সহ গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু পূর্বক বিধি মোতাবেক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এদিকে গিয়াসনগর ইউপিস্থ নিতেশ্বর থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৪০), পিতা-মৃত মানিক মিয়া, সাং-নিতেশ্বর, ১২ নং গিয়াসনগর ইউপি, থানা ও জেলা মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা ব্যবসায়ী অবনী শব্দকর প্রকাশ জল্লাদ (৫০), পিতা-ঠাকুন ধর, সাং-অলহা, থানা ও জেলা-মৌলভীবাজার এর নিকট হইতে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ – ১,৪৩০/- (এক হাজার চারশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন