সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ আটক ৪১

সাতক্ষীরা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায় পরবর্তী নাশকতারঅভিযোগে সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতে ইসলামেরশ্যামনগর উপজেলা আমীর ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ৪১জনকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযানচালিয়ে তাদের আটক করা হয়। বিভিন্ন অভিযোগে ৫টি মামলা দায়ের করাহয়েছে।আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা ৫
জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনিথানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকেআটক করা হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের
বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহবিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আরো জানান, বিএনপিচেয়ারপার্সন খালেদা জিয়ার রায় পরবর্তী যে কোন ধরনের নাশকতা এড়াতেজেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমানজানান, যে কোন ধরনের নাশকতা এড়াতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।