ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে ৪ হাজার ৬শ ৫৪ জন সুবিধাভোগীর মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দিনভর ইউনিয়ন পরিষদ ভবন থেকে এসব চাল বিতরণ করা হয়। এসময় ইউপি সচিব, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
সকালে চাল বিতরণের উদ্বোধন করেন, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।
তিনি জানান, ইউনিয়নের ৪ হাজার ৬শ ৫৪ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
ঈদের আগে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন