চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
‘ইশারা ভাষা উন্নয়নে,এগিয়ে যাব প্রতিজনে’-শ্লোগাণে চাঁপাইনবাবগঞ্জেবুধবার বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলাসমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের উদ্যোগে সকালে জেলাপ্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণশেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবাঅধিদপ্তর উপপরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যরাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এএইচএম রহমতুল্লাহ। এছাড়াও বক্তব্য দেন, জেলাসমাজকল্যাণ পরিষদের সহসভাপতি সিরাজুল ইসলাম, চিকিৎসা সহায়তা কেন্দ্রেরসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সুইড বাংলাদেশ,চাঁপাইনবাবগঞ্জের শিক্ষকসায়েদা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়,তারা আমাদেরই অংশ। তারাও হতে পারে দেশের সম্পদ। তাঁদের স্বাভাবিক মানুষেরমতো অধিকার দিয়ে সুশিক্ষিত ও প্রশিক্ষিত করতে সরকারের পাশপাশি কিছুবেসরকারি সংগঠন কাজ করছে। তাঁদের জন্য ইশারা ভাষা উন্নয়ন এবং এটিকে
একটি শৃঙ্খলাময় কাঠামোতে নিয়ে আসতে কাজ করা হচ্ছে। এতে তারা দ্রæতসমাজ ও দৈনন্দিন জীবেনের মূলধারায় যুক্ত ও কার্যকরী হতে পারবে। তবে এ জন্যসমাজের সকল শ্রেনীর মানুষকে সহায়তা করতে হবে।