তালা উপজেলা সদরের জেলেপাড়ার মারুফা চান্স পেয়েছে সাতক্ষীরা মেডিকেলে

gbn

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা সদরের জেলেপাড়ার তরুণী মারুফা খাতুন ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে (সামেক) ভর্তির সুযোগ পেয়েছেন। হত দরিদ্র পিতার কাছে ভর্তির টাকা না থাকায় মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও তার ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের মৎস্যজীবী আজিত বিশ্বাস ও গৃহিনী তাছলিমা বেগমের বড় মেয়ে মারুফা খাতুন। তিনি ২০১৯ সালে তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে তালা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন মারুফা। এসএসসি ও এইচএসতিতে জিপিএ-৫ পেয়েছেন তিনি। মারুফা খাতুন জানান, আমরা খুব অভাবি মানুষ। পিতা নদীতে মাছ ধরে সংসার চালান। খুব কষ্ট করে পড়িয়েছেন আমাকে। মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি ঠিকই, কিন্তু ভর্তির টাকা বাবার কাছে নেই। বাবার এই টাকা জোগাড় করার সামর্থও নেই। মারুফার বাবা আজিত বিশ্বাস বলেন, আমার তিন মেয়ের মধ্যে বড় মারুফা। মেঝ মেয়েটা মাদরাসায় পড়ে। আর ছোট মেয়েটা এখনো স্কুলে যায় না। মানুষের কাছ থেকে ভিক্ষা করে মেয়েকে পড়িয়েছি। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। কোনো রকমে খেয়ে না খেয়ে সংসার চলে যায়। মেয়েটা ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। কীভাবে পড়াব মেয়েকে? আপনাদের সহযোগিতা ছাড়া মেয়েকে পড়ানো সম্ভব না। তালা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় তালা মহিলা কলেজের কৃতিছাত্রী মারুফা সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তার মেরিট পজিশন ৩৫৩৪। সাতক্ষীরা মেডিকেলের স্টুডেন্ট বিভাগের কম্পিউটার অপারেটর আসাফুর রহমান জানান, সাতক্ষীরা মেডিকেলে ভর্তির জন্য ২০ হাজার টাকা প্রয়োজন হয়। ভর্তির টাকাসহ দুই বছরের বেতন একত্রে ২০ হাজার টাকা। গরিব শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক সময় অধ্যক্ষের নির্দেশনায় সর্বোচ্চ ২-৩ হাজার টাকা কম রাখা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের (সামেক) অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস জানান, গরিব কোনো শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষ থেকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে একাডেমিক কাউন্সিল থেকে সামান্য কিছু সুযোগ নিতে পারবে গরিব শিক্ষার্থীরা। তিনি আরও জানান, এখনো মেডিকেলে ভর্তির কোনো দিনক্ষণ ঘোষণা হয়নি। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন