বাংলাদেশে আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ ও দুর্নীতির প্রতিকারে শূন্য সহিষ্ণুতা

gbn

দে লো য়া র   জা হি দ ||

সারা বিশ্বের মতো বাংলাদেশ ও নতুন বছরকে স্বাগত জানায় অনেক আনন্দ ও উচ্ছ্বাসের সাথে। শুভ নববর্ষ ২০২২ ! যেহেতু ২০২১ শেষ হচ্ছে এক অভিন্ন অভিজ্ঞতা  ও করোনাভাইরাস মহামারীজনিত বৈরী পরিস্থিতি নিয়ে । যেহেতু সামাজিক দূরত্বের নিয়ম মেনে, মাস্ক পরে সকল বিধি নিষেধের বেড়াজাল থেকে সবে মানুষ বের হবার পথে। সেহেতু এখন উপলক্ষ উদযাপনের চেয়ে যেন গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে শুধুই বেঁচে থাকা।  বিবেচনা করা হচ্ছে নতুন একটি বছর যেন কোনো নতুন প্রতিশ্রুতি, সিদ্ধান্ত এবং জীবনের শুভ সূচনা করে। শুভ সূচনা করে বাংলাদেশে বঙ্গবন্ধুর চিরলালিত অ-কর্তৃত্ববাদী, দুর্নীতি ও বৈষম্যহীন শোষণমুক্ত  এক সমাজ। বছরের এ সময়টি হতে পারে আমাদের আত্মোপলব্ধি ও আত্ম-সমালোচনার, হতে পারে সবকিছু ঠিক করার দিকে জাতি হিসেবে আমাদের এখনই মনোনিবেশ করার ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এ অঞ্চলে রাজনীতিকদের তুলনায় আমলারা অনেক বেশি কর্তৃত্ববাদী। আমাদের দেশেও আমলারা কর্তৃত্ববাদী। অদ্ভুত ধরনের আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ আছে। রাজনীতিকদের চেয়ে আমলাদের কর্তৃত্ববাদ বেশি। আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদের কারণে উন্নয়নের গতি থমকে যাচ্ছে।’...মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের জন্য ফুলের মালা আর দুধ নিয়ে বসে থাকি। তাদের আহ্বান জানাই দেশে এসে বিনিয়োগ করার জন্য। কিন্তু তারা যখন বিমানবন্দরে নামেন তখন হয়রানির শিকার হন। তারা চান দ্রুত ইমিগ্রেশন, লাগেজ যাতে দ্রুত পান। এসব কাজেই এখানে অনেক দেরি হয়। এ ছাড়া বিনিয়োগ করতে গিয়ে আমলাতন্ত্রের মধ্যে পড়ে যান। এরকম উদাহরণ আরও আছে। আমাদের প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের বলেন আসুন, বিনিয়োগ করুন। কিন্তু বিনিয়োগকারীরা এসে আমলাতন্ত্রের কাছে মার খান।"( দৈনিক প্রথমআলো, ডিসেম্বর ৩০) ‘প্রধানমন্ত্রীর ডাকে বিনিয়োগকারীরা এসে আমলাতন্ত্রের কাছে মার খান’- ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সেমিনার, প্রকাশনা ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী। স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধান পথ তিনটি। এগুলো হচ্ছে- বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং পরিবহণ অবকাঠামোর উন্নয়ন। সেই সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের দিকে বিশেষ নজর দেওয়া। পাশাপাশি নেগোসিয়েশন (আলোচনা) দক্ষতা বৃদ্ধিরও তাগিদ দেওয়া হয়েছে ( দৈনিক শিক্ষা /৩০ ডিসেম্বর, ২০২১) .

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাত্তোর আমলাদের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে যে শক্ত মনোভাব ও অবস্থান নিয়েছিলেন   পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান যেন তার'ই প্রতিধ্বনি করলেন। ২০২১ সালের একেবারে শেষে এসে পেছনে তাকালে মনে হয় বাংলাদেশে  করোনাকালীন প্রতিকূল পরিস্হিতিতে যেটুকু উন্নয়ন হয়েছে, তা সত্যি আশা জাগানিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নানা ভাবে  ২০২১ সালটিকে  বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছিলেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধ এর  ৫০তম বছরে পদার্পণ, ও আওয়ামীলীগ সরকারের এক যুগপূর্তি এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা ছিল দৃষ্টিকাড়া। বন্ধ হওয়া ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য বিধি মেনে চালু,  সীমিত আকারে শিক্ষার কার্যক্রম শুরু এবং দুর্নীতি দমনের কিছু উদ্যোগ সহ  ২০২১ সালের অর্থনীতিকে গতিশীল ও মানুষকে তুলনামূলক  নিরাপদ রাখতে ব্যর্থ হয়নি সরকার । যেখানে অনেক ধনী ও উন্নত রাষ্ট্র এমনকি ২০২১ এর  করোনাকালীন পরিস্থিতিকে সামাল দিতে হিমশিম খেয়েছে। সরকার দ্বারা এক যুগের শাসনে ও গণতন্ত্রের জন্য অপরিহার্য যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ ও  ইসি গঠনে আইন প্রণয়ন তা করা সম্ভব হয়ে উঠেনি। বছর জুড়ে মন্ত্রীমন্ডলীর অধিকাংশ সদস্যই  ব্যস্ত বিএনপি চর্চায়। চলমান স্থানীয় সরকার তথা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ - আওয়ামীলীগ (স্বতন্ত্র/বিদ্রোহী) মুখোমুখি যা ঘটেনি আওয়ামীলীগের ইতিহাসে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে আত্মঘাতী যতসব কর্ম্মকান্ড যা শুধু সংঘাত-প্রাণহানিতেই থেমে থাকছেনা ভবিষ্যৎ এ সাংগঠনিক বিপর্যয়ের ও অর্থবহ ইঙ্গিত দিচ্ছে ।

বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বাংলাদেশ; দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপট রচনার পথিকৃৎ বাংলাদেশ; যুক্তরাষ্ট্র সরকার সে দেশেরই  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে  এ নিয়ে বিব্রত সরকার। সরকারের ত্বরিৎ কিছু পদক্ষেপে এ  নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন মার্কিন ডেমোক্র্যাট দলের শীর্ষ নেত্রী স্পীকার ন্যান্সি পেলোসিসহ আরো ঊর্ধ্বতন ছয় নেতা।  অধিকতর এক শুনানিতে এ ধরনের অভিমত পোষণ করেছেন মার্কিন ডেমোক্র্যাট দলের এ প্রভাবশালী নেতৃবৃন্দ। দুর্নীতি ও অবহেলায় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেলো এতে শোকাহত দেশবাসী।  বাংলাদেশের কক্সবাজারে পর্যটক স্বামী-সন্তানকে জিম্মি করে সম্প্রতি গণধর্ষণের ঘটনা সহ ক্রমবর্ধমান আইনশৃংখলা পরিস্থিতির অবনতিতে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশে আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ যে জেঁকে বসেছে তা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অকপটে তা স্বীকার করে নিয়েছেন। দেশের উন্নয়ণ ও রাজনৈতিক ময়দান এখন আমলাদের নিয়ন্ত্রণে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি লঙ্গন করে দেশের বেশির ভাগ সংসদীয় কমিটি ছিল বছর জুড়ে নিষ্ক্রিয়। করোনাকালে  ২০২০ সালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি এ সময়ে ছিল একেবারেই নির্বিকার ।

গণ মাধ্যম সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রে এবার নিষিদ্ধ হতে যাচ্ছেন বেশ কয়েকজন আমলা। এ নীতিমালার অধীনে বিদেশ থেকে যারা নগদ অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ সম্পদ এনে বাড়ি-ঘর বানাবেন, তারা তাদের সম্পদের হিসাব দিতে হবে এবং সম্পদের হিসেব দিতে ব্যর্থ হলে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ অবস্থানের কারণে বেশ কয়েকজন বাংলাদেশি আমলা ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।খুব হাতে গোনা দুই একজন রাজনীতিবিদের বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে, যারা নগদ অর্থের জ্ঞাত আয়বহির্ভূতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পদের মালিক হয়েছেন। শুধু এরা নয়, বর্তমান সরকারের আমলেও গুরুত্বপূর্ণ পদে আছেন এমন কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক তথ্য পাওয়া গেছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাবর সম্পত্তির মালিক।

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অনুসরণ করে সময় থাকতেই  রাজনীতিবিদের কাছে দেশের রাজনীতিকে ফিরিয়ে আনতে  হবে।  সৎ ও যোগ্য আমলারা দেশের সম্পদ, তারা রাজনৈতিক কর্তৃত্বকে মেনে দেশের উন্নয়ণকে এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ণ প্রত্যাশাকে ব্যর্থ করে দেয়ার মতো আমলাতান্ত্রিক কর্তৃত্বকে দেশবাসী কোনো অবস্থায় মেনে নিবে না। ২০২২ সাল হবে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার বছর।


 লেখক : দেলোয়ার জাহিদ, সাবেক রিসার্চ ফ্যাকাল্টি মেম্বার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা, (সেন্ট পলস কলেজ) কানাডা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট কমান্ড নির্বাহী, প্রাবন্ধিক ও রেড ডিয়ার (আলবার্টা) নিবাসী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন