Bangla Newspaper

সঙ্গী নয়, নারীদের আগ্রহ কাড়ছে ‘পুরুষ রোবট’!

186

জিবিনিউজ ডেস্ক //

বিশ্বের বিভিন্ন দেশে ‘সেক্স ডল’ এর বড় ধরনের বাজার আছে। কারণ, আছে চাহিদা। প্রযুক্তির উৎকর্ষতায় সেই ‘ডল’ এর পাশাপাশি বাজারে দখল দিতে এসেছে ‘সেক্স রোবট’। একাকী পুরুষদের একাকীত্ব ঘোঁচাতে কিংবা যৌনচাহিদা মেটাতে সেক্স ডলের জন্ম। কিন্তু একাকী নারীরা বাদ যাবেন কেন? তাই একাকী নারীদের সঙ্গ দিতে এসেছে পুরুষ ‘সেক্স রোবট’ বা ‘ম্যান বটস’। এক গবেষণায় বলা হয়, নারীদের মধ্যে এই পুরুষ রোবটের চাহিদা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এমন সময়ও আসতে পারে যখন সঙ্গী বা পুরুষের দরকারই হবে না নারীদের!

Comments
Loading...