খাদ্যসংকট মোকাবিলায় ব্যবস্থা নেয়ার নির্দেশ কিমের

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

দেশের খাদ্যসংকট মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কেসিএনএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো কমিটির এক বৈঠকে দেশটিতে চলমান খাদ্যসংকটের প্রধান কারণ হিসেবে ‘অস্বাভাবিক জলবায়ুকে’ দায়ী করেছেন।

 

বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশে কিম বলেন, ‘অস্বাভাবিক জলবায়ুর কারণে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং দিন কে দিন তা তীব্র আকার নিচ্ছে। এই সংকট নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

গত বছর কয়েকটি টাইফুন বয়ে যাওয়ায় উত্তর কোরিয়ায় কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর অতিবৃষ্টি ও খরার কারণে চলতি বছরও ব্যাহত হয়েছে ফসল উৎপাদন। ফলে, স্বাভাবিকভাবেই বর্তমানে চরম খাদ্যসংকট চলছে দেশটিতে।

আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ায় বর্তমানে প্রতি তিনজন মানুষের একজনের খাদ্যদ্রব্য ক্রয়ের মতো অবস্থা নেই।

এছাড়া বৃহস্পতিবারের বৈঠকে দেশের নদ-নদীর উন্নয়ন, বনায়ন ও বাঁধসমূহের রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

বৈঠকে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন কিম। এ সম্পর্কে তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, সেগুলোকে প্রয়োজনে আরও কঠোর করা হবে। বর্তমান পরিস্থিতিতে এসব বিধিনিষেধ শিথিলের কোনো সুযোগ নেই।’

২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে সীমান্ত এলাকা বন্ধের পাশাপাশি ও দেশের অভ্যন্তরে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে উত্তর কোরিয়ার সরকার। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষকদের মতে মাসের পর মাস ধরে সীমান্ত এলাকা বন্ধ রাখায় উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং এটি দেশটির বর্তমান অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন