মৌলভীবাজার-৩ আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত প্রার্থী মঈনুর রহমান মগনু (এডভোকেট)-এর মনোনয়ন পত্র জমা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত প্রার্থী
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু (এডভোকেট)-এর মনোনয়ন পত্র আজ জেলা রিটার্নিং অফিসারের নিকট জমা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রার্থী মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, সহ-সম্পাদক মাসুক আহমদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মুজাহিদ আহমদ, সদস্য বদরুল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী ও অন্যান্য নেতৃবৃন্দ।